Thursday, February 12, 2015

হিসেবী

হিসেব কষতে বসেছি আজকে দুরাশায় অতিরিক্ত;
জীবনের যত খরচের ফের বুঝি সব সম্পৃক্ত।
ছোট হিসেবের ক্ষমতা ধরি যে- বেশি অঙ্কেতে ভয় পাই
তবু কপালেতে খাঁড়া ঝোলে দেখি, নিয়ন্ত্রণের বড় দায়।

বেহিসেবী কিছু কথা লিখে ফেলি রসকষহীন খাতাটায়,
এই জীবনের মনিবের কাছে চাকরি টেকানো বড় দায়।
রামপ্রসাদের তবিলদারীটা শুধু থাকে লোকগাথাতে,
বাস্তবে দেখি অন্য হিসাব পাথর ঠুকেছি মাথাতে।

আবেগ আজকে মাথা নুইয়েছে, রিয়ালিটি আজ মহারাজ
এত দম্ভেও হয়নি চূর্ণ,  ভগবান বুঝি ফাঁকিবাজ।
আশা বিশ্বাসে জলাঞ্জলীটা দিয়ে ফেললাম বুঝি তাই
চার্বাক হয়ে ক্ষীর খাই তবে, প্রমোদে বিলাসে গা জুড়াই ।  

No comments:

Post a Comment