Friday, February 20, 2015

পাগলিনী

তুমি উপভোগ কর নিশীথিনীকে
আমি জ্বলে পুড়ে মরি, পাগলিনী মেয়ে-
তালে ও ছন্দে তার প্রলয়নাচন,
তাইতে রেখেছি বাজি মরণ বাঁচন।

 নিঃস্ব এ ভালবাসা, পথের ধুলায়
ছড়িয়েছি শেষ কণা, সূত্রের দায়
অমরত্বের লোভ কার যে না জাগে
সাধনা তবুও করি, ভুলে গিয়ে তাকে ।

রঙ্গ দেখেছি শুধু , মায়ার ছায়ায়
নিঃস্পৃহ থাকি তাই, শুধু হাসি পায়
শিখেছ কোথায় বল হে ছলনাময়ী
তবু ভালবেসে আজও সব কিছু সই ।

কামনা করিনি তাই, দুঃস্বপ্নেও
হয়তো বা চিরদিন রবে অজ্ঞেয়
করুণাময়ীর ফের মনে আঁকি ছবি
অর্চনা করি, হাতে রক্তকরবী ।




     

No comments:

Post a Comment