Saturday, February 21, 2015

বক ধার্মিক

আমি নাস্তিক
তবে হঠযোগী
আমি বিদ্রোহী, আমি উন্মাদ
আমি তৎসম গুঁজে বাংলা ভাষাকে করে দিতে চাই চুরমার ।

আমি চতুর
তবুও নির্বোধ
আমি হামবাগ, আমি অমানুষ
করি ত্রিকালজয়ীর তত্ত্বাবধানে সংবিধানকে দুরমুশ ।

আমি স্থবির
আমিই অস্থির
আমি বিপ্লবী, তবু দলদাস
আমি বেগার খেটেছি, তবুও তোমার জিততে পারিনি বিশ্বাস ।

আমি নির্মল,
তবে ঘোলাটে
আমি শ্রমিক, তবুও কাপ্তান
আমি যুদ্ধঘোষণা করতে গিয়েও, লাভ ক্ষতি টুকু মাপতাম ।

আমি ভারতীয়
আমি বাঙালী
আমি বৃহৎ, আমিই খণ্ড
আমি বিশ্বমানব সাজতে গিয়েও ঠগ-তপস্বী, ভণ্ড ।



No comments:

Post a Comment