Wednesday, February 25, 2015

ভালবাসার হালুইকর

হবে না আর এমনি করে পদ্য লেখা,  
ছন্দ দিয়ে,  
কোথায় যেন হারিয়ে গেল, তীব্রতাটা, 
এই তো ছিল,  
যখন ছিলাম মগ্ন, কথায়, সেই সময়ে ।  
এখন বুঝি দায়িত্ব ফের, আবার বোঝা 
চাপল মাথায়, নিপুণভাবে শব্দচয়ের । 
অথবা বা সময় এলো বোধ উদয়ের।  

কেমন করে বাঁধব কিছুই বুঝছি না যে,  
ভরসা খুঁজি 
লোকের মাঝে, যদিও তাদের মনস্তত্ব 
বেদম ঘোলা।   
মিলছে বৃথাই শান্তনা আজ, কেমন করে 
বুঝব কখন সঠিক মাপে, হয়েছে পাক 
ভালবাসার, এতটুকু কম বেশি নয়, 
উনুন থেকে কড়াইখানা তোলার সময়।    

No comments:

Post a Comment