Wednesday, February 18, 2015

ইষ্টকের গল্প

ইটেদের সাথে আজ  কারবার বহু বছরের
মাথাটাই হয়ে গেছে থান ইটের মত,
বা হয়ত প্রথম থেকেই ছিল,
তাই কারবারটা করি সমগোত্রীয়ের  সাথে।
 জলজ্যান্ত ইটভাটা মাথায় ;
 দক্ষতার পরিচয়, তৃপ্তিদায়ক নয় তা যদিও।
তাই ভরদুপুরে আজ দুঃখবিলাসের দিন।
যদি ফের হওয়া যেত তুলতুলে নরম ।

এর চেয়ে ভাল ছিল ইটের গাদায় মাথাটা ঠুকে ফেলা
চারদিকে শুধু ইট, নরম মাটির চূড়ান্ত অভাব
আগুনের লেলিহান শিখা সমস্ত পৃথিবীকে করে দগ্ধ
সে মায়ের বুকে তবু শুষে চলি শেষ দুধটুকু
দগ্ধ হয়ে গিয়ে যাকে রেখেছিল পরম যত্নভরে
পোড়ামাটি, পোড়া স্তন তবু ভালবেসে পুষে রাখা
তারই বুকে ফের তাই গা জুড়াই পরম আশ্লেষে
দগ্ধ হয়ে যাই তারই মাঝে, কিন্তু পরম তৃপ্তিতে ।

No comments:

Post a Comment