হঠাৎ করে ইচ্ছে হলো অনেক গল্প করি 
কথার পিঠে শব্দ জুড়ে স্মৃতির মাঠে চরি 
ভাবনা গুলো একের পর এক লাইন দিয়ে খাঁড়া 
অপার স্রোতে ভাসতে গিয়ে হাঁপিয়ে উঠে মরি ।
বুঝতে পারি নুইয়ে গেছি বার্ধক্যের ভারে 
তারুণ্যেরই স্বাদের সাধে ছুটছি বারে বারে 
ঠিকানা তার সবার জানা কিন্তু না পাই দিশা 
রাস্তাটা যে হারিয়ে গেছে যৌবনেরই পারে ।
No comments:
Post a Comment