Saturday, November 2, 2013

দীপাবলী

ঝরা পাতার সঙ্গে কথা বলার সময় হাজির 
কোন সুদূরে দেশান্তরে যজ্ঞ আতশবাজির 
আগমনীর সুরের পরে শ্যামা মায়ের স্তুতি 
এই দেশেতে কোথায় পাব সেসব অনুভূতি 

সোঁদা মাটির গন্ধ তবু ঝলক জাগে মনে 
আপন মনে বেড়ায় ফিরে রক্তজবার বনে 
বিষাদে নই ভারাক্রান্ত নেই তো কোনো জ্বালা 
সত্যি ভাবি এখন বোধয় ফুল ছড়ানোর পালা

No comments:

Post a Comment