কখনো তো মুখ ফুটে কিছু চাইনি 
কাঙ্খিত কোন কিছু তাই পাইনি 
ইচ্ছেগুলোকে শুধু ইশারায় বেঁধে 
বলেছি কখনো কভু দেখিনাই সেধে ।
মনে পরে সেই কোন শৈশবকালে 
রেলগাড়ি চলছিল ঝিকি মিকি তালে 
তারই মাঝে উঠেছিল ফেরিওয়ালা এক 
ন্যাপথালিনের বল ভরা ভরা প্যাক ।
হাত পেতে চাইলাম বাতাসার আশে
সেই মোর চলা শুরু নিরাশ আকাশে 
ছোট ছোট ঘটনার রেখা ফেলে মনে 
অতিক্রম কিম্বা জয় করব কেমনে ।
হারাব হয়ত কত অমূল্য রতন 
মানিক্য সমান সপ্ত নৃপতির ধন 
হয়ত বা অহংকার হয়তো বা ভয় 
তবু ভাবি না চেয়েও পাওয়া ঠিক যায় ।
No comments:
Post a Comment