Saturday, November 23, 2013

সূর্যের ক্ষেদ

সন্ধ্যাবেলায় রঙের খেলায়
যখন মেশে অন্ধকার
চাঁদের বুড়ি সূর্যিমামায় 
থোড়াই দেবে বিশেষ ছাড় ।

নিবিড়্ অমা সঙ্গী করে 
দস্যি বুড়ি মত্ত আজ 
তড়িৎ বেগে নৃত্যকলা  
অঙ্গেতে উন্মত্ত সাজ 

বজ্রমানিক নিরুদ্দিষ্ট 
স্বস্তি পেলে সমান্যই
রণক্ষেত্রে ছুঁড়বে গোলা  
"আমরা তো আর কামান নই 

অহং বোধে অন্ধ ছিলাম 
দিইনি মাটি সুচাগ্র 
এখন বুঝি আপন ত্রুটি
শুষ্ক আঁখি নীরার্দ্র "।

No comments:

Post a Comment