Thursday, November 21, 2013

চিঠি

না জানি কখন চিঠি পাব তোর 
শুনব মনের কথা 
হাসি কান্নার, হীরা পান্নার 
না বলা মনের ব্যথা।

স্মৃতির রঙেতে রাঙাইয়া দিবি 
খেলবি পুরনো খেলা 
ছেলেবেলাকার সে তুলির টানে 
আমিও ভাসাবো ভেলা।
একটা কবিতা থাকে যেন তোর ,
সেই কলমেই লেখা-- 
পড়ে মনে হবে ঠিক যেন সেই 
সোনালী দিনের রেখা। 

No comments:

Post a Comment