দলিত জনের প্রানের কান্না
বুঝবার তরে ভাবি 
নিপীড়িত জন ভুলে কি কখনো 
প্রকাশিবে তার দাবি ।
একই রক্ত বইছে সবার 
ধমনী গহন গভীরে 
দমিয়ে তাদের উন্নতি করে 
পাষাণ হৃদয় লোভি রে ।
মনুষ্যত্ব হারায়ে মানুষ 
কিসের পিছনে ধায় 
পরিচয় যদি নাই থাকে তাতে
কি বা কার এসে যায় ।  
No comments:
Post a Comment