Thursday, November 21, 2013

জীবন

আমার চিঠির অপেক্ষাতে থাকিসনাকো বসে 
আমি তো এক সামান্যজন, বিস্মৃতিরই দোষে  
ভুলব আমার প্রতিজ্ঞাকে দুষ্মন্তের মত 
শকুন্তলা হইবি কোনো দুর্বাশারই রোষে ।

ইজেলে কোন তুলির টানটা হয়েই যাবে ফিকে 
স্মৃতির ধুসর রঙ বানাবে ধুসর পৃথিবীকে 
জীবনে তো কতই কিছু নবীন তরী বেয়ে
প্রবীন হয়ে মিলিয়ে গেছে কালের অপরদিকে ।
ইচ্ছা করি স্বর্ণনদে ভাসতে রবে ভেলা 
সদাই রঙিন থাকবে মোদের পুরনো এই খেলা 
এসব ভীতির প্রসঙ্গটা থেকেই যাবে ফাঁকি 
চিরন্তনী আলোর কাছে হারবে সন্ধ্যাবেলা । 

No comments:

Post a Comment