Saturday, November 23, 2013

জীবনগতি

দৈনন্দিন ছন্দ ছেড়ে 
বাতাস কোথায় স্তব্ধ 
কথার পিঠে খেই হারিয়ে 
নিঝুম হলো শব্দ ।

প্রাত্যহিকি জীবনগতি 
আটকে ছিল খাপে 
থামল তারও প্রবাহতান 
অস্থিরতার চাপে ।

তাপোত্তাপের ধার ধারিনা 
দিব্যি আছি আমি 
জীবনতরী বাইতে গিয়ে 
মাঝনদীতে থামি ।

জিরিয়ে নিয়ে চোখ ধাঁধিয়ে 
চতুর্দিকে ফিরি 
এখনো সেই অনেক দুরে 
জীবনপুরের ভীড়'ই ।

No comments:

Post a Comment